নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্য ব্যক্তির আনুমানিক বয়স ৫৫ বছর। পরনে ছিল চেকের সার্ট ও লুঙ্গি।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা.আক্তার হোসেন জানান, আজ রোববার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে একজন মাহিন্দ্রা চালক আহত অবস্থায় অজ্ঞাত লোকটিকে হাসপাতালের জরুরী বিভাগে রেখে চলে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। তিনি আরও জানান,মৃত্য ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
শিবগঞ্জ থানার ওসি শিকদার মো.মশিউর রহমান জানান,হাসপাতাল কর্তৃপক্ষ এখনও থানায় জানাইনি। জানালে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply