নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত ঘেঁষা তেলকুপি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ মনিরুল ইসলাম (৪৬) নামে একজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অপারেশন দল।
আটক ব্যক্তি হল- উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের আফসার আলীর ছেলে মনিরুল ইসলাম।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রায়হান আহমেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সঙ্গীয় ফোর্স তেলকুপি গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালায়। এ সময় মনিরুলের শয়ন ঘরের খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনিিডল উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনিরুলকে আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
প্রসঙ্গত, এর আগে তেলকুপি সীমান্তে বেশ কয়েকটি অভিযান চালায় ডিএনসির একটি টিম। অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ কয়েক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
Leave a Reply