ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা এনজিও ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । সোমবার ২৭ মে ২০১৯ সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা এনজিও ফোরামের সভাপতি মো. তৌহিদুল আমল টিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারীবুল হক রাজিন, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বজলার রশিদ সোনু, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিকদার মো. মশিউর রহমান, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক এম.এ মঈন খান সহ অন্যান্যরা । ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply