নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ: ‘কাব স্কাউটিং করব, সুখি জীবন গড়ব’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০১৯-২০ অর্থবছরের নির্বাহী কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্কাউট ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা স্কাউটসের সম্পাদক রবিউল ইসলাম ও আবদুল করিমসহ অন্যরা। পরে অর্থবছরের বার্ষিক কর্মপরিকল্পনা, প্রস্তাবিত বাজেট পেশ করা হয়।
বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬ লাখ ৫৭ হাজার ৯৩৯ টাকা ও মোট ব্যয় ৬ লাখ ৫১ হাজার টাকা। এছাড়া উদ্বৃত্ত ৬ হাজার ৯৩৯ টাকা।
Leave a Reply