শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পর্যায়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় তিনি বলেন, গত বছর শারদীয় দূর্গাপূজার সময় সামাজিক মাধ্যম ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে সারাদেশে যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল, সে ধরণের ঘটনা যেন আর না ঘটে, সেই লক্ষে এ সম্প্রীতি সমাবেশের আয়োজন।
তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে সামনে সনাতন সম্প্রদায়ের শারদীয় দূর্গাপুজা উপলক্ষে শতভাগ নিরাপত্তা নিশ্চিতে সবার প্রতি অনুরোধ জানান। একই সঙ্গে পুলিশসহ সকল প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের সর্বদা সতর্ক থাকার আহবান জানান তিনি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ অন্যরা। স্থানীয় মসজিদের ইমাম, পুরোহিত, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সমাবেশে অংশ নেয়।
আতিক/এআর
Leave a Reply