লালসবুজের কণ্ঠ রিপোর্ট,
শিবগঞ্জে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার বিকেলে বাগবাড়ি বর্ণালী তরুণ সংঘের উদ্যোগে বাগবাড়ি মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। উদ্বোধনী খেলায় ২-০ গোলে বালিয়াদিঘী ফুটবল দলকে হারিয়ে জয়লাভ করে বাগবাড়ি ফুটবল দল।
উদ্বোধনী অনুষ্ঠানে বাগবাড়ি বর্ণালী তরুণ সংঘের সাধারণ সম্পাদক মাহিদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলোমগীর রেজাসহ অন্যরা।
লালসবুজের কণ্ঠ/এস এস
Leave a Reply