1. [email protected] : News room :
শিবগঞ্জে যুবকের দুই হাতের কব্জি কাটার মামলায় চেয়ারম্যানসহ ৫ জন রিমান্ডে - লালসবুজের কণ্ঠ
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিবগঞ্জে যুবকের দুই হাতের কব্জি কাটার মামলায় চেয়ারম্যানসহ ৫ জন রিমান্ডে

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

স্পেশাল করেসপন্ডেন্ট,লালসবুজের কণ্ঠ-চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবকের দুই হাতের কব্জি কেটে নেয়ার মামলায়, প্রধান আসামী ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিনসহ ৫ জনের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ শুক্রবার বিকেলে শিবগঞ্জ থানা পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আসামীদের আদালতে হাজির করলে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের আমলী আদালত ‘খ’ অঞ্চলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল হোসেন প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামীরা হলো শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ও তার সহযোগী তারেক আহেম্মদ, আলাউদ্দিন, জাহাঙ্গীর আলম ও তারিক হাসান রিমন।


মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) জাহাঙ্গীর হোসেন জানান,‘ অধিকতর তদন্ত ও আলামত সংগ্রহের জন্য আসামীদের ৭ দিনের রিমান্ড চাওয়া হলে বিজ্ঞ আদালত প্রত্যেকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’ তিনি আরো জানান‘ এ মামলার আরো আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ’
পদ্মা নদীর খেয়া ঘাট নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বুধবার(১৮ সেপ্টেম্বর) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ও তার লোকজন রুবেল হোসেন নামে এক যুবককে রাতের আঁধারে চোখ বেঁধে তুলে নিয়ে গিয়ে দুটি হাতের কব্জি কেটে ফেলে। বর্তমানে রুবেল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় আহত রুবেলের মা রুলি বেগম ফয়েজকে মুল আসামী করে ২২ জনের নামে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। প্রেক্ষিতে পুলিশ গতকাল বৃহস্প্রতিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে।

8.8K+Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর