নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাজেদুল ইসলাম বাবু (২০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক উপজেলার দাইপুখুরয়া ইউনিয়নের সোনাপুর গ্রামের আজমল হকের ছেলে। আজ সোমবার (২৪জুন) সকাল ১০টার দিকে তার নিজ বাড়ীর পেছনের একটি রাস্তা হতে গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান,নিজ বাড়ীর পেছনের একটি সরু রাস্তার উপর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি সেলিম রেজা আরও বলেন,লাশের পাশে বেশ কিছু ফেনসিডিল পাওয়া গেছে,ধারনা করা হচ্ছে মাদক বিক্রির অভ্যান্তরিন জের ধরে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ হতে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
Leave a Reply