শিবগঞ্জ প্রতিনিধি: ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’।
আজ বুধবার সকালে উপজেলা মৎস্য অফিসের ব্যানারে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডলের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম।
এ সময় মৎস্য সপ্তাহ উদযাপনে স্থানীয় সংবাদকর্মীদের ভূমিকার কথা উল্লেখ করে সার্বিক সহায়তার আহবান জানান। সংবাদ সম্মেলনে মৎস্য সপ্তাহ উদযাপনে মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণার প্রতি গুরুত্ব দেয়া হয়।
এছাড়া সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মৎস্য চাষে চাষীদের উদ্বুদ্ধকরণে গুরুত্ব দেয়া হয়। এতে স্থানীয় সংবাদকর্মী অংশ নেয়।
Leave a Reply