নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ-২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচারনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার ১৭ জুন দুপুরে উপজেলা প্রশাসন শিবগঞ্জ এর আয়োজনে ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণােয়ের সহযোগিতায় অভিবাসন প্রক্রিয়া প্রসারিত, সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করণার্থে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক উপজেলা পর্যায়ে প্রচারণামূলক সভা ২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম । এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস-চেয়ারম্যানদ্বয়, উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply