শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হুদমা মোড় এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককরা হল- উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর খোঁচপাড়ার আবদুল কালামের ছেলে হারুন অর রশিদ (৫০) ও উমরপুরের জেনারুল ইসলামের ছেলে আবদুল আহাদ (১৯)।
জানাগেছে- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক রায়হান আহমেদ খানের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় উপজেলার হুদমা মোড় নামক স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযানে কানসাটগামী একটি অটোবাইকে তল্লাশী চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ হারুন ও আহাদকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
Leave a Reply