নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রয়াত ইউএনও শফিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালন হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে শোকসভা ও দোয়া মাহফিলে ইউএনও চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে প্রয়াত ইউএনও’র জীবনের উপর স্মৃতিচারণমুলক বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, প্রয়াত ইউএনও’র সহধর্মিনী নৌ-পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরিদা পারভীন, শশুর আবদুর রাজ্জাক, পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা।
এছাড়াও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন সময়ে বিশেষ করে বাল্যবিবাহ রোধ ও শতভাগ স্কাউটিং ক্লাব গঠনসহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে সফলতা তুলে ধরে উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক-ইমামসহ রাজনৈতিক ব্যক্তিরা।
শোকসভায়- প্রতিবছর প্রয়াত ইউএনও’র মৃত্যুবার্ষিকী পালনের সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়। শেষে প্রয়াত ইউএনও’র আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলনা নবীবুর রহমান।
প্রসঙ্গত, গত ২০১৬ সালের ১৩ অক্টোবর শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম যোগদান করে ২০১৮ সালের পহেলা জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Leave a Reply