1. [email protected] : News room :
শিবগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ হায়য়োরে - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:২২ অপরাহ্ন

শিবগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ হায়য়োরে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের পিরগাছী শশ্মানঘাটে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শশ্মানঘাট হতে ধাইনগর ফেরিঘাট পর্যন্ত নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে গোয়াবাড়ি চাঁদপুর মেরাজুল মাঝির দল, দ্বিতীয় হয় পলশা বিফল মাঝির দল ও তৃতীয় হয়েছে চককীর্তির লোকমান মাঝির দল। নৌকাবাইচ দেখতে শিবগঞ্জ,গোমস্তাপুর ও নাচোল উপজেলার বিভিন্ন নারী-পুরুষ ভিড় জমান।

পুরুস্কার তুলে দিচ্ছেন এমপি ডা.শিমুল ও পৌর মেয়র কারিবুল হক রাজিনসহ অন্যরা

পরে শশ্মানঘাট প্রাঙ্গনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবদুল কাদের মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, দাইপুখুরিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আজমুল হক বাদশা, সাধারণ সম্পাদক আবু জাফর লালান, মোবারকপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ছত্রাজিতপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মসিদুল হকসহ অন্যরা। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

286Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর