নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ তোফজুল হক (৫২) নামের একজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তি হল- দক্ষিণ উজিরপুরের মৃত মুনসাদ আলীর ছেলে।
গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
দিনব্যাপি জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রায়হান আহমেদ খান।
Leave a Reply