শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাতরা বাজারে মেসার্স মা ইলেকট্রনিক্স শোরুমের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে ফিতা কেটে ইলেকট্রনিক্স শোরুমের শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ উপলক্ষে চাতরা বাজারে আলোচনা সভায় প্রোপ্রাইটর আনোয়ার হাসান আনু মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ইউসুফ আলী, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক তোফিকুল ইসলাম, বুলবুল হক মিয়াসহ অন্যরা।
পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় সংসদ সদস্য বলেন- ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করা হবে। তাই তথ্য প্রযুক্তির ব্যবহার প্রতিটি গ্রামাঞ্চলে ছড়িতে দিতে হবে বলে মন্তব্য করেন।
Leave a Reply