নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শহরের অক্টোয় মোড় এলাকা থেকে পেশাদার হিসেবে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হল- শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুরের এরফান আলী চৌধুরীর ছেলে (৩৫) ও একই এলাকার তুজলু হকের ছেলে সেলিম হক (৩০)।
সদর ফাঁড়ির এএসআই বিপ্লব কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার শহরের অক্ট্রোয় মোড় এলাকায় অভিযান চালিয়ে পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply