ঘোড়াপাখিয়া ইউনিয়নে ভিজিএফ কার্ডের চাল বিতরনের উদ্ধোধন করলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। মঙ্গলবার সকালে ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় হতে ইউনিয়নের তালিকা ভুক্ত পরিবারের মধ্যে ভিজিএফ কার্ডধারী গরীব দুস্থদের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। ঘোড়াপাখিয়া ইউনিয়ন চেয়ারম্যান ইসমাইল হোসেন এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঘোড়াপাখিয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি শহিদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিরাজ সহ সংশ্লিষ্ট ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের ৪১ হাজার ২৫৫ অসহায় দুস্থ পরিবারের মাঝে সোয়া ৬ লাখ কেজি চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উল্লেখ্য, বরাদ্দকৃত চাল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ৪ হাজার ৫২টি, দাইপুখুরিয়ায় ৩ হাজার ১৮ টি, মোবারকপুরে ২ হাজার ৩০৫টি, চককীর্তি ইউনিয়নে ২ হাজার ৮১৯টি, কানসাটে ৩ হাজার ৪২টি, শ্যামপুরে ৩ হাজার ১১১টি, বিনোদপুরে ৩ হাজার ১৬৩টি, মনাকষায় ৪ হাজার ৫০টি, দূর্লভপুরে ৪ হাজার ২৩৯টি, উজিরপুরে ৭৩৫টি, পাঁকায় ১ হাজার ৬৬১টি, ঘোড়াপাখিয়ায় ১ হাজার ৩০৫টি, ধাইনগরে ২ হাজার ৯৮৫টি, নয়ালাভাঙায় ৩ হাজার ২১২টি ও ছত্রাজিতপুরে ১ হাজার ৫৫৮টি কার্ড এর বিপরীতে দু:ম্থদের মাধ্যমে দেয়া হয়।
Leave a Reply