লালসবুজের কণ্ঠ ডেস্ক:
সিসিটিভি ফুটেজ দেখে ফিরোজ সরদারের (২৫) হাত ছিঁড়ে দেওয়া সেই বাস জব্দ এবং চালককে শনাক্ত করা হয়েছে। বাসটির নাম ‘মোহাম্মদ পরিবহন’। নম্বর- ‘ঢাকা মেট্রো-ব ১৫-০৪৬২’। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২৯ জুন) দিনগত রাতে রাজশাহী মহানগরের শিরোইল বাস টার্মিনালের ভেতর থেকে বাসটি জব্দ করে পুলিশ।
গোলাম রুহুল কুদ্দুস বলেন, ফিরোজ এই বাসেরই যাত্রী ছিলেন। রাজশাহী-রংপুর রুটে চলাচলকারী বাসটি রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনালে থাকার কথা। কিন্তু সেটিকে লুকিয়ে শিরোইল বাস টার্মিনালে রাখা হয়েছিলো।
Leave a Reply