নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে মানরুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশী গরুর রাখাল নিহত হয়েছে। নিহত মানারুল ইসলাম মনাকষা ইউনিয়নের তারাপুর এলাকার নুহ মন্নার ছেলে। আজ বৃহস্পতিবার (২০ জুন) ভোর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,আজ বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে মানারুলসহ আরও ১০/১২ রাখাল মাসুদপুর সীমান্তের হারুনের বাগান দিয়ে ভারতে গরু আনতে যাচ্ছিল। এসময় ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুড়লে বুকে গুলি লেগে মারা যান মানারুল ইসলাম।
পরে তার সহযোগিরা মরদেহ নিজ বাড়ীতে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান বিএসএফ’র গুলিতে মানারুলের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান,লাশ দাফনের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে বক্তব্য জানতে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ারের সঙ্গে একাধীকবার যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply