লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - লালসবুজের কণ্ঠ
    মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৯:২২ পূর্বাহ্ন

    লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

    নিউজ ডেস্ক, লালসবুজের কণ্ঠ:


    লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের পানিতে ডুবে ফারিয়া আক্তার (৪) ও রিজু আক্তার (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার শায়েস্তানগর ও মহাদেবপুর গ্রামে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ফারিয়া শায়েস্তানগর গ্রামের মো. ইব্রাহিমের মেয়ে। অপর নিহত রিজু মহাদেবপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।

    পুলিশ ও নিহতদের পরিবার সূত্র জানায়, ফারিয়া সকালে বাড়ির উঠানে খেলছিল। তখন পরিবারের লোকজন অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পুকুরের পানিতে তার দেহ ভাসতে দেখা যায়। ধারণা করা হচ্ছে খেলতে গিয়েই পুকুরের পানিতে ফারিয়া পড়ে ডুবে যায়।

    এদিকে রিজুর মা নেহার বেগম রান্না ঘরে কাজে ব্যস্ত ছিলেন। তার পাশেই রিজু খেলছিল। ঘর থেকে একটু দূরেই বাড়ির পুকুর। কিছুক্ষণ পরে রিজুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এর আগেই বেড়ির উঠান পেরিয়ে রিজু পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পুকুরে তার দেহ ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতাল নেওয়া হয়।

    নিহত শিশুদেরকে জোহরের নামাজের পর নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

    রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, পরিবারের পক্ষ থেকে বিষয়টি আমাদের জানানো হয়নি। তাদের সঙ্গে কথা বলে দুই শিশু মারা যাওয়ার ঘটনায় অপমৃত্যুর মামলার ব্যবস্থা করা হবে।


    লালসবুজের কণ্ঠ/এআর

    2Shares

    এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এই বিভাগের আরও খবর