চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ ১জনকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার বড় হাদিনগর গ্রামে এ অভিযান র্যাব সদস্যরা। আটককৃত ব্যক্তি হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার বড় হাদিনগর মিস্ত্রিপাড়ার মৃত আঃ ওহাবের ছেলে মোঃ তরিকুল ইসলাম (৫০)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার বড় হাদিনগর গ্রামের তরিকুল ইসলামের বসত বাড়ী অভিযান চালিয়ে ৯’শ ৮৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে।
এব্যাপারে তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে, তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।
Leave a Reply