বরগুনা প্রতিনিধি
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আলোচিত রিফাত হত্যার সাথে সংশ্লিষ্টার প্রতীয়মান হওয়ায় প্রধান সাক্ষী হিসেবে মিন্নিকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে বরগুনা পৌরসভার মাইট এলাকার নিজ বাসা থেকে তাকে পুলিশ লাইনে আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য।
গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজ গেটে স্ত্রী মিন্নির সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। রিফাতকে কুপিয়ে হত্যার একটি ভিডিও ওই দিনই ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গ্রেফতার কেউ কেউ বর্তমানেও রিমান্ডে।
Leave a Reply