বরগুনা সংবাদদাতা:
বরগুনায় প্রকাশ্যে কুপিয়ে রিফাত হত্যার ঘটনার প্রধান আসামি নয়ন বন্ড র্যাবের কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। নয়ন বন্ডের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন।
বরগুনায় প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনার অন্যান্য আসামিরা ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে ছিল প্রধান দুই আসামি নয়ন বন্ড ও রিফাত ফরাজী। এর মাঝে মঙ্গলবার (২ জুলাই) কথিত বন্দুকযুদ্ধে নয়নের মৃত্যুর খবর নিশ্চিত করল পুলিশ। তবে রিফাত ফরাজী এখনো পলাতক রয়েছে।
বুধবার (২৭ জুন) বরগুনা সরকারি কলেজ গেটের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কোপাতে থাকে পেশাদার সন্ত্রাসী নয়ন বন্ড ও রিফাত ফরাজী। ঘটনার একটি ভিডিও প্রকাশ পায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ওই ভিডিওতে দেখা গেছে, স্বামীকে বাঁচাতে লড়াই করছেন স্ত্রী। শত চেষ্টার পরও স্বামীকে বাঁচাতে
Leave a Reply