রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি করপোরেশনের ২০১৯-২০ অর্থবছরের ৫৪৭ কোটি ১৮ লাখ ১২ হাজার ২৭৪ টাকা ৬৬ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ বাজেট ঘোষণা করেন।
এর আগে ২০১৮-১৯ সালে রাসিকের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে ৭৫২ কোটি ৩৭ লাখ ৮১ হাজার টাকা। যা পরে সংশোধিত বাজেটের আকার দাঁড়িয়েছিল ৩২৪ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার টাকা।
রাসিকের এনেক্স ভবনে বাজেট ঘোষণার এ সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা বেগম মিলি, রাসিকের অর্থ স্থায়ী কমিটির সভাপতি আব্দুল হামিদ সরকার টেকন। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, রাসিকের সচিব রেজাউল করিম, নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির প্রমুখ।
এবারের বাজেটে নগরীর উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেখানে মহানগরীকে নান্দনিক সৌন্দর্য বিকশিতকরণ, পরিচ্ছন্ন সেবার মান উন্নয়ন, সড়ক নেটওয়ার্কের সম্প্রসারণসহ অসংখ্য উন্নয়ন কাজ আছে।
রাজশাহী মহানগরীকে গ্রীণ, ক্লিন সিটি ও আলোকিত সিটি হিসেবে তৈরি করতে এ পর্ষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Leave a Reply