1. [email protected] : News room :
রামেকের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:২১ অপরাহ্ন

রামেকের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯

রাজশাহী ব্যুরো : রাজশাহী মেডিকেল কলেজের ৬২তম প্রর্র্তিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে রামেকের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদিক্ষন শেষে ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরে রামেকের তিনজন প্রাক্তন ছাত্র বর্তমানে এমপি নির্বাচিত হওয়াই তাদের সংবর্ধনা দেয়া হয়। এরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, ডা. মনসুর রহমান, ডা. এম এ আজিজ। সংবর্ধনায় স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামেক অধক্ষ ডাঃ নওশাদ আলী, উপাধ্যক্ষ বুলবুল হাসান, রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জামিলুর রহমান, কেন্দ্রিয় স্বাচিপ এর সহ-সভাপতি ডাঃ শেখ কবিবুর রহমান, স্বাচিপ রামেক শাখার সভাপতি অধ্যাপক ডাঃ খলিলুর রহমান, সাধারন সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান বাদশা, স্বাচিপ রাজশাহীর সাধারন সম্পাদক ডাঃ এরিনা প্রমূখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. ওবাইদুল্লাহ ইবনে উবায়েদ।

5Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর