রাবি চারুকলায় ৫ শিক্ষার্থীকে ইচ্ছাকৃত ফেল করানোর অভিযোগ - লালসবুজের কণ্ঠ
    শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:১৯ পূর্বাহ্ন

    রাবি চারুকলায় ৫ শিক্ষার্থীকে ইচ্ছাকৃত ফেল করানোর অভিযোগ

    • আপডেটের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

    নিউজ ডেস্ক, লালসবুজের কণ্ঠ;


    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকথার ইতিহাস বিভাগের পাঁচ শিক্ষার্থীকে ইচ্ছাকৃতভাবে ফেল করানোর অভিযোগ উঠেছে।

    এ অভিযোগে আজ রোববার সকালে চারুকলা ভবনের গেটে তালা দিয়ে ফল পুনর্মূল্যায়নের দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।

    ভুক্তভোগী পাঁচ শিক্ষার্থী হলেন—গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকথার ইতিহাস বিভাগের শিক্ষার্থী আব্রাহাম হাজদা খোকন, তাসনিয়া রহমান রিন্থি, মেহেদী হাসান পুলক, উইলিয়াম ও শাফিন।

    শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগের শিক্ষকেরা স্বেচ্ছাচারিতা ও ইচ্ছাকৃতভাবে পরীক্ষায় গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকথার ইতিহাস বিভাগের এই পাঁচ শিক্ষার্থীকে ফেল করিয়েছেন। তাই তাদের খাতা পুনর্মূল্যায়ন করে সঠিক ফলাফল দেওয়ার দাবি জানান তারা।

    ভুক্তভোগী শিক্ষার্থী শাফিন বলেন, ‘তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় শিক্ষকেরা নিজেদের মনমত ফলাফল দিয়ে ফেল করিয়েছেন। অথচ আমাদের ফেল করার কথাই না। এ বিষয়ে আমরা স্যারদের কাছে গিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো এই ফলাফল মেনে নিতে বলায় আমরা আন্দোলনে নেমেছি।’

    ফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে ইসরাত হুমাইরা রাত্রি বলেন, ‘আমাদের আন্দোলন ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে। পাঁচজন শিক্ষার্থীকে কেন ফেল করানো হলো এ বিষয়টা জানতে চাই। বিষয়টির স্পষ্ট জবাব না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক টিএম এম নূরল মোদ্দাসের বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে একাডেমিকভাবে জরুরি সভা করেছি। অভিযোগটি আমরা গুরুত্ব সহকারে দেখছি।’


    লালসবুজের কণ্ঠ/তন্বী

    0Shares

    এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এই বিভাগের আরও খবর