1. [email protected] : News room :
রাবিতে শেখ রাসেল স্কুলের নির্মাণ কাজের উদ্বোধন - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন

রাবিতে শেখ রাসেল স্কুলের নির্মাণ কাজের উদ্বোধন

  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

রাজশাহী ব্যুরো: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেখ রাসেল মডেল স্কুলের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন সংলগ্ন মাঠে নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাবি উপাচার্য এম আব্দুস সোবহান বলেন, শেখ রাসেল মডেল স্কুলকে একটি আদর্শ স্কুল হিসেবে গড়ে তোলা হবে যাতে এই স্কুল থেকে শিক্ষা লাভ করে শিক্ষার্থীরা আদর্শ মানুষ হতে পারে।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

স্কুল কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রায় ১.৩ একর জায়গা জুড়ে শেখ রাসেল মডেল স্কুলের চারতলা নতুন ভবন নির্মাণ করা হবে। স্কুলে প্রচলিত সুবিধা ছাড়াও বঙ্গবন্ধু কর্ণার, আইটি রুম, অন্তঃকক্ষ খেলাধুলার ব্যবস্থা, উন্মুুক্ত মঞ্চ, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, অভিভাবদের বসার জায়গা এবং খেলার মাঠ থাকবে বলে জানা গেছে।

14Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর