রাজশাহী ব্যুরো: রাজশাহী পাসপোর্ট অফিসের রঞ্জু নামে এক কর্মচারীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৩ জুলাই) দুপুরে নগরীর শালবাগান এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয়। তিনি ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। রঞ্জু রাজশাহী পাসপোর্ট অফিসের কর্মচারী।
রাজশাহী পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আজমল কবীর জানান, শনিবার দুপুরে রঞ্জু তার সহকর্মী মজিবর রহমানের সঙ্গে হেঁটে শালবাগান মোড়ের দিকে যাচ্ছিলেন। পাওয়ার হাউস মোড়ে তাদের সামনে একটি সাদা রঙের মাইক্রোবাস থামে।
এরপর চারজন নেমে ওই এলাকার নাম জানতে চান। তারপরই রঞ্জুকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসে তুলে নেয়া হয়। পরে দ্রুত সেখান থেকে মাইক্রোবাসটি পালিয়ে যায়।
নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
Leave a Reply