রাজশাহী ব্যুরো : স্ত্রীকে জবাই করে হত্যার দায়ের স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে রাজশাহীর একটি আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ও এইচ এম ইলিয়াস হোসাইন এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামীর নাম আয়নাল হক (৩০)। সে পবা উপজেলার বায়া ভোলাবাড়ি গ্রামের একরাম আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সালাম বলেন, এ মামলার একমাত্র আসামী আয়নাল হককে ফাঁসির আদেশ দেয়া ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় আয়নাল হক আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় ২০ জনের স্বাক্ষী গ্রহনের পর রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল।
আইনজীবী আবদুস সালাম জানান, পবা উপজেলার বায়া ভোলাবাড়ি গ্রামের আয়নাল হক ২০১৬ সালের ১৭ এপ্রিল সকালে তার স্ত্রী সাফিয়া খাতুন বুলবুলিকে (২৫) বাড়ির সামনে প্রকাশ্যে জবাই করে হত্যা করে। পরে স্থানীয় লোকজন তাকে ধরে পুলিশে দেয়।
এ ঘটনায় রাজশাহী মহানগর পুলিশের শাহ মখদুম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বুলবুলির বাবা জয়নাল আলী। পবা উপজেলার মদনহাটি গ্রামে জয়নালের বাড়ি।
Leave a Reply