রাজশাহী ব্যুরো : রাজশাহী শিক্ষাবোর্ডের অধিনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল শিক্ষাপ্রতিষ্ঠান সাতটি। সাত কলেজের মোট ৩৩ জন শিক্ষার্থী। আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে এইচএসসির ফল প্রকাশ সংবাদ সম্মেলনে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনারুল হক প্রামানিক বিষয়টি জানান।
তিনি বলেন, কলেজগুলো নতুন। তাদের এমপিও নেই। কলেজগুলোর সঙ্গে যোগাযোগ করা হবে। তিনি আরো বলেন, একটি কলেজের ১৪জন শিক্ষার্থী। তার মধ্যে একজনও পাস করতে পারেনি। এটা দুঃজনক বিষয়।
শতভাগ ফল করা কলেজগুলো হল- মন্দার চকলি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজের শিক্ষার্থী ছিলো ১৪ জন। চক মান্দা কলেজ থেকে ৯ শিক্ষার্থী। জয়পুর হাট নাইট কলেজের তিন শিক্ষার্থী, দুর্গাপুরের দেবীপুর কলেজের তিন শিক্ষার্থী, গণকপাড়া স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী, সিরাজগঞ্জের চৌগাছা ওমেন্স কলেজের ১ শিক্ষার্থী ও জয়পুরহাটের হিসমী আদর্শ কলেজের এক শিক্ষার্থী।
এছাড়া শতভাগ পাসকৃত কলেজের সংখ্যা ৩৪টি। ১০ থেকে ৫০ শতাংশ পাসকৃত কলেজের সংখ্যা ৭৫টি। এছাড়া ৫০ শতাংশ থেকে ০০ শতাংশ পাসকৃত কলেজের সংখ্যা ৬৪২টি।
Leave a Reply