রাজশাহী ব্যুরো : রাজশাহীর পুঠিয়ায় কর্তব্যরত চিকিৎসকের দায়িত্বে অবহেলার কারণে তৃষা খাতুন নামের তিন বছরের এক শিশু মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার ভোরে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ সময় হাসপাতালের চিকিৎসক ও ওই শিশুটির পরিবারের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মৃত তৃষা খাতুন উপজেলার পালোপাড়া গ্রামের মানিক হেসেনের মেয়ে।
তৃষার পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতের দিকে জ্বর নিয়ে তৃষাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বে থাকা একজন সেবিকা তাকে একটি ইনজেকশন পুশ করেন। এর দু’মিনিটের মাথায় তৃষা খিচুনি উঠে সে মারা যায়।
তবে এ বিষয়ে কথা বলতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএসএ) মোছা. নাজমা আখতারের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দীন আহম্মেদ বলেন, হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় তার পরিবার ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের মাঝে কিছু জটিলতা দেখা দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ব্যাপারে কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।
Leave a Reply