রাজশাহী ব্যুরো : রাজশাহীতে ভারতীয় জালরুপি (টাকা) তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব-৫ এর সদস্যরা। এসময় তিন জনকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে এ অভিযান চালানো হয় রাজশাহী নগরীর রামচন্দ্রপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই কারখানার সন্ধান পায় র্যাব।
র্যাব জানান, পোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রপুর এলাকার একটি বাড়িটি ঘিরে রাখে র্যাব। পরে র্যাব সদস্যরা ওই বাড়িতে অভিযান চালায়।
এসময় বিপুল পরিমাণ টাকা ও টাকা তৈরির মেশিনও জব্দ করা হয়। ওই মেশিনের মাধ্যমে আটককৃতরা টাকা তৈরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়। ঈদকে সামনে রেখে ভারতীয় এই জাল টাকা তৈরীতে ব্যস্ত হয়ে পড়ে ওই কারবারিরা। প্রাথমিকভাবে আটক তিনজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
Leave a Reply