1. [email protected] : News room :
রাজশাহীতে ফেন্সিডিল-মদ জব্দ, দুজন আটক - লালসবুজের কণ্ঠ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:২২ অপরাহ্ন

রাজশাহীতে ফেন্সিডিল-মদ জব্দ, দুজন আটক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে ফেন্সিডিল ও মদ জব্দ করেছে র‌্যাব ও বিজিবি। এর মধ্যে র‌্যাব দুই মাদক কারবারিকে আটকও করেছে।

তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে চোরকারবারীরা।

বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, জানান, তাদের চর মাজারদিয়া সীমান্ত ফাঁড়ির একটি দল সোমবার দিবাগত মধ্যরাতে চরমাজারদিয়া স্কুলপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৫২ বোতল ফেন্সিডিল জব্দ করে দলটি।

অন্যদিকে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার দিবাগত রাতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জেলার চারঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ১৩০ বোতল ফেন্সিডিলসহ রাজন হোসেন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এছাড়া একই ক্যাম্পের একটি দল রাতে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর থান্দারপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ৫৮ বোতল বিদেশী মদসহ রাজু আহমেদ ওরফে রাজীব (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রাজীব পবা উপজেলার দারুসা কবিরাজপাড়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে।

আর ফেন্সিডিলসহ আটক রাজন রাজশাহী মহানগরীর খোজাপুর মহল্লার আলমগীর হোসেনের ছেলে। রাজন ও রাজীবের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর