1. [email protected] : News room :
রাজশাহীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার - লালসবুজের কণ্ঠ
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন

রাজশাহীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯

রাজশাহী সংবাদদাতা:

রাজশাহীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার (২১ জুন) অনুষ্ঠিত হচ্ছে। এদিন সিটি করপোরেশন এলাকা এবং গোদাগাড়ী, চারঘাট, বাগমারা উপজেলার প্রার্থীদের পরীক্ষা গ্রহণ করা হবে।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৮ জুন তানোর, পুঠিয়া, দুর্গাপুর, পবা, বাঘা ও মোহনপুর উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ নিয়ে আদেশও জারি করা হয়েছে।

আরএমপির ভারপ্রাপ্ত কমিশনার সুজায়েত ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে উল্লেখ করা হয়েছে, পরীক্ষা কেন্দ্রসমূহের চারদিকে ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল-মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।

একই সঙ্গে চারজনের অধিক একত্রে চলাচলও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।

82Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর