রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে পদ্মা থেকে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে নগরীর কাশিয়াডাঙ্গা আই বাঁধ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আলামিন কাশিয়াডাঙ্গা থানা হাড়ুপুর এলাকার মোহনলালের ছেলে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানিয়েছেন, ভোর সাড়ে তিনটার দিকে পদ্মা নদীর ৫ নম্বর গ্রোয়েন এলাকায় মাদকবিরোধী অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোঁড়ে। পরে আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি করে। এর কিছুক্ষণ পর পদ্মা নদী থেকে আমিনের উদ্ধার করা হয়। গোলাগুলির সময় পালাতে গিয়ে আমিন ডুবে মারা যেতে পারে বলে জানান তিনি।
পরে ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আমিনের বিরুদ্ধে বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে।
এদিকে এ ঘটনায় আহত পুলিশের এসআই রাশেদুল ইসলাম, মোহাম্মদ আলী ও আব্দুল মতিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আমিনের লাশ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
Leave a Reply