রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রাকাবের এই সাবসিডিয়ারি কোম্পানির সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন কোম্পানি পরিচালনা পর্ষদের সভাপতি রইছউল আলম মন্ডল।
রাকাবের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান রাকাব প্রধান কার্যালয়ের বোর্ডরুম থেকে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব গালাম মোস্তফা; কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ ও মহাব্যবস্থাপক (প্রশাসন) জয়নাল আবেদীন তাঁদের নিজ কার্যালয় থেকে সভায় ভার্চুয়ালী অংশ নেন।
এ ছাড়া কোম্পানির সদস্য সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ সালাহ্ উদ্দিন গাজী রাকাব প্রধান কার্যালয়ের বোর্ড রুম থেকে সভায় অংশগ্রহণ করেন। সভায় ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতিসহ ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কেয়া/এস.আর.এম.
Leave a Reply