নিজস্ব প্রতিবেদক,গোমস্তাপুর:
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ১৭ কোটি ৭৩ লাখ ৪৩ হাজার ১২৫ টাকার উন্মক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে পৌর চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বাজেট পেশ করেন রহনপুর পৌর মেয়র তারিক আহমদ। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর সচিব খাইরুল হকসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বাজেটে প্রারম্ভিক স্থিতিসহ রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৫ কোটি ৬২ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১২ কোটি ১০ লাখ ৫৯ হাজার ৩০ টাকা। এছাড়া রাজস্ব খাতে ব্যয় ধরা ৪ কোটি ৫৬ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা এবং উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ১০ লাখ টাকা।
Leave a Reply