ঈদ আসতে আর মাত্র ৯ দিন । ইতো:মধ্যেই চলে গেছে পবিত্র রমযানের দুই দশক । কিন্তু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারের ঈদের কেনাকাটা দেখে মনে হচ্ছে ঈদের কথা মানুষ ভুলেই গেছে । জমছেনা ঈদের বেচা-কেনা । এবারের ঈদ উপলক্ষে পোশাক, মনোহারি ও জুতা-সেন্ডেলসহ প্রায় সকল ব্যবসায়ীরাই যেন হতাশা ব্যক্ত করছেন । গতবছরের তুলনায় এবারের ঈদের বেচা-কেনা সম্পর্কে জানতে চাইলে শিবগঞ্জ বাজারের স্বনামধন্য গার্মেন্টস আরকে ফ্যাসনের প্রোপ্রাইটর রানাউল ইসলাম জানান, গতবছরের তুলনায় এবারের ব্যবসা এখন পর্যন্ত অর্ধেক বললেই চলে । আলাউদ্দীন ফেব্রিক্সের প্রোপ্রাইটর আলাউদ্দীন হোসেন, খোকন সু স্টোরের প্রোপ্রাইটর খোকন হোসেন, শিবগঞ্জ কসমেটিক্সের প্রোপ্রাইটর আলমাস উদ্দীন এবং মডার্ণ কসমেটিক্সের প্রোপ্রাইটর রেজাউল করিমও একই কথা ব্যক্ত করেছেন । এবারের বেচা-কেনায় এমন ধসের কারন হিসেবে রমযানের শুরুতেই ধানের মৌসুম শুরু হওয়ায় এলাকার জনগনের একটা গুরুত্বপূর্ণ অংশ কৃষকদের বরেন্দ্র অঞ্চলে অবস্থান, আমের বেচা-কেনা রমযানের মধ্যে তেমন শুরু না হওয়ায় আম ব্যবসায়ীদের আয় না থাকা এবং সর্বোপরি মানুষের অর্থনৈতিক খারাপ অবস্থাকেই উল্লেখ করছেন বিক্রেতারা । অপরদিকে বাজারে আসা ক্রেতারা বিলাসবহুল ও দামী পন্যের দিকে নজর কম দিয়ে অল্পদামী পন্যের দিকে বেশি নজর দিচ্ছেন বলেও জানান আলাউদ্দীন ফেব্রিক্সের প্রোপ্রাইটর আলাউদ্দীন হোসেন । তবে রমযানের পর চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসা পুরোদমে শুরু এবং ধানের মৌসুম শেষ হলেই বাম্পার ব্যবসার জন্য ঈদুল আযহাকে টার্গেট করছেন বিভিন্ন গার্মেন্টস, কসমেটিক্স ও সুষ্টোর সহ বিভিন্ন ব্যবসায়ীরা ।
Leave a Reply