1. [email protected] : News room :
রংপুর-৩ আসনে নৌকা কান্ডারি রাজুকে রাখার দাবিতে মানববন্ধন - লালসবুজের কণ্ঠ
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:০৮ অপরাহ্ন

রংপুর-৩ আসনে নৌকা কান্ডারি রাজুকে রাখার দাবিতে মানববন্ধন

  • আপডেটের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

রংপুর সংবাদদাতা: রংপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজুকে নৌকা মার্কার প্রার্থী রাখার দাবিতে আজও রংপুরের বিভিন্ন স্থানে একাধিক সংগঠন ও সদর আসনের সর্বস্তরের জনগনের ব্যানারে মানববন্ধন করেছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) নগরীর টার্মিনাল বাস স্টান্ড এলাকায় প্রায় ঘন্টা ব্যাপিক মানবন্ধন অনুষ্ঠিত হয়। এ মানবন্ধনে বক্তারা বলেন,দীর্ঘ দিন পর রংপুর সদর বাসীকে জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়েছেন। এই নৌকার পাল তুলতে আমরা রংপুর বাসী ঐক্যবদ্ধ। আমরা মাঠেও নেমে পড়েছি,নৌকার ব্যাপক সাড়া পেয়েছি। তাই জননেত্রীর কাছে আবেদন আমাদের নৌকার প্রার্থী যেন বহাল থাকে।

মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তরন সামাজিক সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম হীরা,২২ নং ওয়ার্ড আ:লীগের সভাপতি রায়হান আহম্মেদ মানিক, জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান শাহীন, চন্দনপাট ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান, সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান তুহিন,১৫ নং ওয়ার্ড এর কাউন্সিলর শিপলু মিয়া,১৪ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবেদ আলী, রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহামুদ হাসান, বর্তমান সা: সম্পাদক নোবেল হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিন্নাত হোসেন লাভলু,যুগ্ন সা: সম্পাদক সোহেল রানা সনি, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৫ অক্টোবর ভোট গ্রহণ হবে। প্রার্থিতা প্রত্যাহার ১৬ সেপ্টেম্বর। এবং এরই মধ্যে এখানে দেশের বড় তিন রাজনৈতিক দল তাদের দলীয় প্রার্থী ঘোষনা করেছেন।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর