গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে সালনা নামক এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (২১ জুন) সকাল পৌনে ১০টার দিকে গাজীপুরের সালনা ফ্লাইওভারের কাছে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-উত্তর বঙ্গের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন অফিসার মো. শাহাজান জানান, রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে আসছিল।পথে গাজীপুরের সালনা ফ্লাইওভারের কাছে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-উত্তর বঙ্গের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। বগিটি উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
Leave a Reply