রংপুর সংবাদদাতা: রংপুর মিঠাপুকুরের শঠিবাড়ী এলাকার শান্তিপুরে র্যাব-১৩ পাথর বোঝাই একটি ট্রেক থেকে এক হাজার দুইটি ফেন্সেডিলের বোতল মাদক উদ্ধার করেছে।
রবিরার (১৫ সেপ্টেম্বর) নগরীর আলমনগরে র্যাব-১৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, অধিনায়ক রেজা আহম্মেদ ফেরদৌস।
তিনি জানান- গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে রংপুর ঢাকা মহাসড়কের পাশে একটি ফিলিং ষ্টেশনের সামন থেকে এই ফেন্সিডিল উদ্ধার এবং মাদক ব্যাবসায়ী ট্রাকের ড্রাইভার সিরাজুল ইসলাম ও হেলপার সামিউল ইসলামকে গ্রেফতার করা হয়। পাথর বোঝাই ট্রাকটি বুড়িমারি স্থল বন্দর থেকে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে গাড়ির ড্রাইভার হেলপারসহ ট্রোকের মালিক অজ্ঞাত ব্যাক্তির সহযোগীতায় বিশেষ কায়দায় পাথরের নিচে বস্তা ভর্তি ফেন্সিডিল রাখা হয়।
এ ব্যাপারে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
Leave a Reply