রংপুর সংবাদদাতা: রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পুলিশ কমিশনার এর হল রুমে এক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়ছে।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মতবিনিময় সভায় পুলিশ কমিশনার পক্ষ থেকে নির্বিঘেœ আসন্ন শারদীয় দূর্গা পূজা-২০১৯ উদযাপনের জন্য সকল আইনি সহায়তা প্রদানের আশ^াস প্রদান করা হয়। পাশাপাশি শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সার্বিক সহায়তা প্রদানের জন্য মহানগর পূজা কমিটির সদস্যবৃন্দকে আহ্ববান করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, মোঃ মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন), কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার(অপরাধ) ও রংপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর পূজা কমিটির সভাপতি সুব্রত সরকার,ধনজিৎ ঘোষ তাপস, সাধারন সম্পাদক মহানগর পূজা কমিটিসহ মহানগর পূজা কমিটির পূজারী ও ভক্তবৃন্দ।
Leave a Reply