যুবলীগ নেতা তুহিন হত্যার সুষ্ঠু বিচার দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
যুবলীগ নেতা তুহিন হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার আয়োজনে রোববার সকাল সাড়ে ১০টায় শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধনে দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করে।
প্রায় ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মো. রাকিবুল হাসান বিরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সামিউল হক লিটন, সাধারণ সম্পাদক মোঃ আমানুল্লাহ বাবু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান টিটো, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আসাফুদ্দৌলা, সাধারণ সম্পাদক লেনিন প্রামানিক, নিহত তুহিনের স্ত্রী ও তার বোন। এসময় একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন, শহর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মিজানুর রহমান।
বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশ প্রশাসন যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এ হত্যাকান্ডেরও কুলকিনারা খুঁজে পাবে। বক্তারা আরো বলেন, তুহিনের মৃত্যু রহস্যজনক। তার মৃত্যুর রহস্য উদঘাটনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হোক। যারা তুহিনকে হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।
প্রসঙ্গত,গত ৯ সেপ্টেম্বর ভোরে পৌর এলাকার সিএনবি ঘাট এলাকার মহানন্দা নদী থেকে প্রথমে অজ্ঞাত ভাসমান এক যুবকের মরদেহ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। লাশটি যুবলীগ নেতা তুহিন বলে সনাক্ত করে তার পরিবার।
Leave a Reply