স্পেশাল করেসপন্ডেন্ট,লালসবুজের কণ্ঠ-চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবানগঞ্জের শিবগঞ্জে রাতের আঁধারে এক যুবককে তুলে নিয়ে তার দুই হাতের কব্জি কেটে ফেলার অভিযোগে মূল হোতা ইউপি চেয়ারম্যান ফয়েজ চেয়ারম্যান কে এক সহযোহগিসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন হতে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান ও তার সহযোগি তারেক কে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। এর আগে দুপুরে আলাউদ্দিন ও জাহাঙ্গীর নামে আর দুজনকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত,
বুধবার রাতে রুবেল তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় শিবগঞ্জের উজিরপুর বেড়িবাঁধের কাছে কয়েকজন তাদের পথরোধ করে চেয়ারম্যান ফয়েজের চেম্বারে গিয়ে দেখা করতে বলে।
রুবেল তার বন্ধুদের নিয়ে চেম্বারে গেলে তার দুই বন্ধুকে ঘরে আঁটকে রাখা হয়। আর রুবেলের মুখ ও চোখ গামছা দিয়ে বেধে পদ্মা নদীর বাঁধের নিচে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নির্যাতন করে দুই হাতের কব্জি কেটে নেয় ফয়েজ চেয়ারম্যানের ক্যাডাররা। রুবেল আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply