লালসবুজের কণ্ঠ ডেস্ক:
এইচএসসিতে একই সঙ্গে পাশ করেছেন নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা সদর আবদুল মজিদের স্ত্রী মাসুমা খাতুন ও মেয়ে জান্নাতুল ফেরদৌস। বুধবার ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে মেয়ে জান্নাতুল ফেরদৌস জিপিএ-৫ পেয়েছেন, আর মা মাসুমা জিপিএ-৪.১৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। মা-মেয়ের একসঙ্গে পাস করার খবর শুনে তাঁদের অভিনন্দন জানিয়েছেন কলেজের সহপাঠী, শিক্ষক এবং প্রতিবেশীরাও।
দুই বছর আগে মেয়ের সঙ্গে এসএসসি পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছিলেন অল্পবয়সে বিয়ে হওয়া মাসুমা খাতুন। ১৯৯৭ সালে এসএসসি দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু পরীক্ষার আগেই অভিভাবকেরা তাঁর বিয়ে দিয়ে দেন। এরপর ২০১৭ সালে এসএসসি পাস করেন মাসুমা। এসএসসি পাস করার পর আরও পড়াশোনা করার ইচ্ছা জাগে তাঁর। পড়াশোনা করার তীব্র সে আকাঙ্ক্ষা থেকেই এইচএসসি পরীক্ষায় বসেছিলেন তিনি।
মাসুমার কষ্ট বৃথা যায়নি, বুধবার ঘোষিত ফলাফলে তিনি ও তাঁর মেয়ে দুজনেই উত্তীর্ণ হয়েছেন।
Leave a Reply