মুকসুদপুরে নিখোঁজের ৯ দিন পর ধানক্ষেতে মিলল ভ্যান চালকের মরদেহ - লালসবুজের কণ্ঠ
    মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৯:২৭ পূর্বাহ্ন

    মুকসুদপুরে নিখোঁজের ৯ দিন পর ধানক্ষেতে মিলল ভ্যান চালকের মরদেহ

    • আপডেটের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

    নিউজ ডেস্ক, লালসবুজের কণ্ঠ:


    গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজ হওয়ার নয়দিন পর লিটু মাতুব্বর (৪৬) নামে ব্যাটারিচালিত অটোভ্যানের এক চালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (২৬ আগস্ট) ভোরে মুকসুদপুর পৌরসভার ছোট বাহাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    নিহত লিটু ওই পৌরসভার গোলাবাড়িয়া গ্রামের বাকা মাতুব্বরের ছেলে।

    পরিবারিক সূ‌ত্রে জানা গে‌ছে, গত ১৭ আগস্ট বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন লিটু। স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। পরদিন ১৮ আগস্ট মুকসুদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী সাহেদা বেগম।

    পু‌লিশ জা‌নায়, শুক্রবার ভোরে উপ-পরিদর্শক (এসআই) শাহারিয়ারের টহল টিম ডিউটিকালীন আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে ধানক্ষেত থেকে লিটুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে পরনের কাপড় ও অন্যান্য আলামত দেখে মরদেহটি লিটুর বলে শনাক্ত করেন।

    মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করাসহ আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।


    লালসবুজের কণ্ঠ/এআর

    0Shares

    এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এই বিভাগের আরও খবর