মারপিটের মামলায় নাচোলের ভাইস চেয়ারম্যান বাবু গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
নাচোল খাদ্য গোডাউনে ঢুকে উপখাদ্য পরিদর্শক মাসুদ রানা ও কুলি সর্দার মজিবুর রহমানকে মারপিটের ঘটনায় করা মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু। সোমবার সন্ধ্যায় রাজশাহী থেকে তাকে গ্রেফতার করে নাচোল থানা পুলিশ। নাচোল থানার ওসি চৌধুরি জোযাবের আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,বাবু কে আজ মঙ্গলবার আদালতে তোলা হবে।
প্রসঙ্গত,
উল্লেখ্য যে, গত শুক্রবার বিকেলে নাচোল খাদ্য গোডাউনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবুর নেতৃত্বে ৭/৮জন সমর্থক খাদ্য গোডাউনে ঢুকে উপখাদ্য পরিদর্শক মাসুদ রানা ও কুলি সর্দার মজিবুর রহমানকে মারপিট করে । এ ঘটনায় নাচোল খাদ্য গোডাউনের ওসি এলএসডি শফিউর রহমান বাদী হয়ে নাচোল থানায় একটি মামলা করেন। ওসি আরও জানান,রেজাউল করিম বাবু গ্রেফতারের বিষয়টি টের পেয়ে ঢাকায় পালানোর চেষ্টা করে।
Leave a Reply