নিউজ ডেস্ক, লালসবুজের কণ্ঠ
মাদক সেবনের পর অসুস্থ হয়ে পড়ায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২৩ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে মাদক সেবনের পর অসুস্থ হয়ে পড়েন ওই শিক্ষার্থী।
ওই শিক্ষার্থীর নাম আশিকুর রহমান কোরাইশি। তিনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।
ক্যাম্পাস সূত্র জানায়, সোমবার রাতে আশিকুর রহমান কোরাইশি বঙ্গবন্ধু হল পুকুর পাড়ের ক্রিকেট মাঠে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী ছিলেন। তারা সবাই ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
মাদক সেবনের পর অজ্ঞান হয়ে পড়েন আশিক। প্রায় এক ঘণ্টা অজ্ঞান থাকার পর তার বন্ধুরা তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক অবস্থা খারাপ দেখে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ওয়াহিদুর রহমান মিল্টন বলেন, ‘ওই ছেলেটি অতিমাত্রায় মাদক সেবনের ফলে জ্ঞান হারিয়ে ফেলে। আমরা তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছি। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়।’
বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন বলেন, ‘বিষয়টি শুনেছি। ও নেশা করেছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোর পরিস্থিতি ভালো নয়। আমি ওই ছেলের পরিবার ও বিভাগের সঙ্গে যোগাযোগ করবো।’
এর আগে গত ১৯ জানুয়ারি একই হলের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের এক শিক্ষার্থী অতিরিক্ত মাদক সেবন করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বর্তমানে তিনি ঠাকুরগাঁওয়ের একটি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন।
নিউজ ডেস্ক/শ্রুতি
Leave a Reply