স্পোর্টস ডেস্ক:
জাতীয় দলের অপরিহার্য সদস্য মেহেদী হাসান মিরাজ। বিশ্বকাপে টাইগারদের প্রতিটি ম্যাচেই একাদশে দেখা গিয়েছে তাকে। বল-ব্যাট উভয়ে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এছাড়া ফিল্ডিংয়ে তার মতো তড়িৎ ফিল্ডার খুব কমই দেখা যায়।
বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ সোমবার (২৪ জুন) আফগানিস্তানের বিপক্ষে। গুরুত্বপূর্ণ এ ম্যাচে নামার আগে ইনজুরিতে পড়েছেন মিরাজ। রবিবার (২৩ জুন) সাউদাম্পটনে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পেয়েছেন তিনি। যদিও বলা হচ্ছে, মিরাজের চোট অতটা গুরুতর নয়। মাথায় বল লেগে হালকা চোট পেয়েছেন জাতীয় দলের এ অলরাউন্ডার।
সাউদাম্পটনের রোজ বোলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ৩১তম ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডু অর ডাই ম্যাচের আগে দলের নির্ভরযোগ্য ক্রিকেটার মিরাজের চোটে দুশ্চিন্তায় পড়েছে টাইগাররা।
বাংলাদেশ এখন পর্যন্ত ছয় ম্যাচে দুই জয়ে অর্জন করেছে মাত্র পাঁচ পয়েন্ট। টুর্নামেন্টের শেষ চার নিশ্চিত করতে হলে কঠিন সমীকরণ পাড়ি দিতে হবে স্টিভ রোডসের শিষ্যদের। পরের তিন ম্যাচে আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই মাশরাফিদের সামনে।
Leave a Reply