1. [email protected] : News room :
মাঠে হাঁস আনতে গিয়ে ব্যাগে জীবন্ত নবজাতক পেলেন গৃহবধূ - লালসবুজের কণ্ঠ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন

মাঠে হাঁস আনতে গিয়ে ব্যাগে জীবন্ত নবজাতক পেলেন গৃহবধূ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

নিউজ ডেস্ক, লালসবুজের কণ্ঠ:


সিরাজগঞ্জের কামারখন্দে মাঠে হাঁস আনতে গিয়ে ব্যাগবন্দি অবস্থায় একটি জীবন্ত ছেলে নবজাতক পেয়েছেন আসমা খাতুন নামে এক গৃহবধূ।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে নবজাতকটিকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কামারখন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ আলী বলেন, উপজেলার জামতৈল ইউনিয়নের কৃষ্ণদিয়া এলাকার আসমা খাতুন নিজের পোষা কয়েকটি হাঁস নিয়ে কৃষ্ণদিয়া মাঠে চড়াতে যান। এসময় একটি হাঁস দলছুট হলে সেটি আনতে গিয়ে পড়ে থাকা একটি ব্যাগের ভেতর থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান তিনি।

পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশের সহায়তায় আমরা নবজাতকটিকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না হাসপাতালে গিয়ে নবজাতকটির খোঁজ-খবর নিয়েছেন।


লালসবুজের কণ্ঠ/এআর

3Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর